Logo
Logo
×

সারাদেশ

পবিপ্রবির নারী কর্মচারীর অর্থ হাতিয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩৪ পিএম

পবিপ্রবির নারী কর্মচারীর অর্থ হাতিয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সজীবের বিরুদ্ধে এক নারী কর্মচারীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পবিপ্রবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (ডিভিএম) ১৩তম ব্যাচের শিক্ষার্থী।

জানা গেছে, একই ক্যাম্পাসের কিচেন হেলপার সাহিদা বেগমের চাকরি স্থায়ীকরণের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৩৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সজীব।

ভুক্তভোগী সাহিদা অভিযোগ করে বলেন, আমার চাকরি স্থায়ীকরণের জন্য গত বছর ২০২৪ সালে ছাত্রলীগের সহ-সভাপতি সজীবের সাথে পরিচয় করিয়ে দেন ডাইনিং ম্যানেজার সোহাগ। এর পর সজীব আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা নেওয়ার জন্য বারবার ফোন করে ও বাড়িতে গিয়ে চাপ প্রয়োগ করে। বাধ্য হয়ে আমি জমানো টাকা থেকে ৮ হাজার দেই পরে ব্যাংক থেকে লোন করে ৩০ হাজার টাকা দেই। টাকা নেওয়ার পর সজীব আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। আর আমার চাকরিও স্থায়ী হয়নি।

তিনি আরও বলেন, সম্প্রতি ক্যাম্পাসে সজীবের সঙ্গে দেখা হলে সে আমাকে চিনতে অস্বীকার করে এবং দাবি করে যে আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। এ অবস্থায় আমি নিরুপায় হয়ে প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।

জানতে চাইলে ডাইনিং ম্যানেজার সোহাগ লেনদেন হয়েছে বলে স্বীকার করেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সজীব বলেন, বিষয়টি এখন সমাধান হয়ে গেছে।

যোগাযোগ করা হলে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে শৃঙ্খলা বোর্ডের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম