Logo
Logo
×

সারাদেশ

পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-সোনা চুরি!

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩৫ পিএম

পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-সোনা চুরি!

লক্ষ্মীপুরের রায়পুরে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে থাকা টাকা ও সোনা চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (২৬ মে) দুপুরে মোবাইল ফোনে রায়পুরের উত্তর চরবংশী ইউপির চরঘাসিয়া এলাকার ইউপি সদস্য আজগর সর্দার এবং কমলনগরের চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক রহমান রকি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বেলা ১১টার সময় উত্তর চরবংশী ইউপির চরঘাসিয়া গ্রামের পুরান বেরির মোহন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। একই ঘটনা ঘটেছে শনিবার রাতে (২৪ মে) চরমার্টিন ইউনিয়নের শাহাব উদ্দিন বাজারের পূর্ব পাশে নুরনবীর বাড়িতেও।

খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন রায়পুরের চান্দারখাল ও পুরান বেরি এলাকার মোহন মাঝি (৪৮) ও তার স্ত্রী জুলেখা বেগমকে (৪৫) সদর হাসপাতালে ভর্তি করলে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

অপরদিকে কমলনগরের গৃহকর্তা নুরনবী (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৬), ছেলে সৌদি প্রবাসী সুজন হোসেন (২৬), পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০) ও ছোট ছেলে ইমন হোসেনকে (১৪) সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত মোহন মাঝির স্বজন রিয়াজ হোসেন বলেন, ২৩ মে এক লোক স্বজন পরিচয়ে দুই দিন মোহন মাঝির ঘরে রাতযাপন করেন।  ২৫ মে বেলা ১১টার সময় সুযোগ বুঝে রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মোহন মাঝি ও তার স্ত্রীকে অচেতন করে দশ ভরি স্বর্ণসহ আলমারিতে থাকা নগদ এক লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়। এ সময় তার ছেলে ও মেয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। রাতে স্বজন ও গ্রামের লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

অপরদিকে কমলনগরের আহত নুরনবীর মেয়ে মেরিনা আক্তার বলেন, শনিবার সকালে বাবার বাড়িতে আসি। দুপুরে এক বৃদ্ধও বাড়িতে আসেন। দেখতে পাগলের মতো। তিনি খাবার চাইলে দেওয়া হয়। অসুস্থ হওয়ায় তাকে নিয়ে কোনো সন্দেহ করা হয়নি। সন্ধ্যার পরে সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ কোনোভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছে। 

রাতে খবর পেয়ে বাবার বাড়িতে এসেছি। অচেতন অবস্থায় বাবা-মা, দুই ভাই ও ভাবিকে হাসপাতালে পাঠাই। মেরিনা অসুস্থ অবস্থায় আমাদের সঙ্গে বাড়িতে ছিল। রাতে শব্দ শুনে ঘুম ভাঙলে দেখি অচেনা একজন বাসার ভেতর তালা ভাঙার চেষ্টা করছে। তখন চিৎকার দিলে লোকটি পালিয়ে যায়।

তিনি বলেন, তারা সংঘবদ্ধ কয়েকজন ছিল। তারা বাসার আলমারিতে থাকা এক লাখ ৮০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক রহমান রকি বলেন, খবর পেয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব ঘটনায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কমলনগরের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম