Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জের ব্যবসায়ীকে অপহরণ, লুটের পর ছেড়ে দিল গাজীপুরে

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩৯ পিএম

মানিকগঞ্জের ব্যবসায়ীকে অপহরণ, লুটের পর ছেড়ে দিল গাজীপুরে

মানিকগঞ্জ শহরে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে চোখ ও মুখ বেঁধে অপহরণ করে টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই ব্যবসায়ীকে গাজীপুরের কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকায় ফেলে দিয়ে অপহরণকারীরা চলে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জাফর আলী (৪৪)। তার বাড়ি  মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তার মোবাইল ব্যাংকিং ও ফটোকপির দোকান রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের অদূরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে দিঘী গ্রামে বাড়িতে যাচ্ছিলেন ব্যবসায়ী জাফর আলী। মোটরসাইকেলে তার সঙ্গে দোকানের কর্মচারী মো. সম্রাট (১৭) ছিল। রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পাশ থেকে চার থেকে পাঁচজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জাফরকে ডাক দেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি মোটরসাইকেল থামালে ওই ব্যক্তিরা তাকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তোলেন। সঙ্গে দোকানের কর্মচারীকেও গাড়িতে তোলা হয়।

গাড়িতে তোলার পর ব্যবসায়ীর হাত ও চোখ-মুখ বেঁধে নিয়ে যান। পথে তার ব্যবসায়িক মোবাইল ফোনে বিকাশ ও নগদের টাকা অপহরণকারীরা নিজেদের মোবাইল ফোন নম্বরে নিয়ে নেন। এছাড়া তার কাছে নগদ প্রায় ৭ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর রাত পৌনে ১টার দিকে গাজীপুরের কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকায় মাইক্রোবাস থেকে তাদের ফেলে দিয়ে অপহরণকারীরা চলে যান। পরে রাত ২টার দিকে জাফর ও তার দোকানের কর্মচারী মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চলে আসেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জাফর বলেন, তার ব্যবসায়িক মোবাইল ব্যাংকিংয়ের টাকাসহ প্রায় ৮০ হাজার টাকাসহ দুটি মোবাইল ফোন নিয়ে নেয়। মুক্ত হওয়ার পর ঘটনাস্থলে এসে মোটরসাইকেলও পাননি। মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান।

অপহরণের ঘটনায় মামলা না করার বিষয়ে ওই ব্যবসায়ী বলেন, অপহরণকারীরা তাকে ও তার ব্যবসাপ্রতিষ্ঠান চেনেন। মামলা করলে তারা (অপহরণকারীরা) ভবিষ্যতে ক্ষতি করবেন বলে হুমকি দিয়েছেন। এ কারণে তিনি শঙ্কায় রয়েছেন। অপহরণকারী দলে সাত থেকে আটজন সদস্য ছিলেন বলে কর্মচারীর কাছে জানতে পেরেছেন।

ব্যবসায়ীর প্রতিবেশী আনিসুর রহমান বলেন, রাতে বাড়ি যাওয়ার সময় ব্যবসার টাকা নিয়ে যান। ওতপেতে থাকা অপহরণকারীরা ধারণা করেছিলেন, জাফরের কাছে মোটা অংকের টাকা রয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ভুক্তভোগী ওই ব্যক্তি কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখা হবে।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম