ঠাকুরগাঁওয়ে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও সম্পৃক্ত করতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। সোমবার ইএসডিও মেধা অনুশীলন কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।
দিনব্যাপী আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের চিন্তা, যুক্তি ও সৃজনশীলতায় দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দেন, যা মুগ্ধ করে বিচারক ও দর্শকদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা দুদকের উপপরিচালক (অ. দা.) মো. আজমির শরিফ মারজী।
উপস্থিত ছিলেন- ইএসডিওর পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান এবং ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেরা বিতার্কিক নির্বাচিত হন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. রিফাত।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, দুর্নীতি রোধে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে আগামী দিনের সৎ ও সাহসী নেতৃত্ব।
এছাড়া দুদকের উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় প্রতিযোগীসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উপহার হিসেবে একটি করে ফলজ বৃক্ষ প্রদান করা হয়।
