Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালীতে ভিজিএফের চাল বিতরণে টাকা আদায়

অবরুদ্ধ ইউপি সচিবকে সেনা সদস্যদের সহায়তায় উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৩৭ পিএম

অবরুদ্ধ ইউপি সচিবকে সেনা সদস্যদের সহায়তায় উদ্ধার

উদ্ধারকৃত টাকাসহ সচিব হুমায়ুন কবির— ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের জেলেদের  ভিজিএফ ও ভিজিডি'র চালের নামের চাল বিতরণকালে টাকা আদায়ের অভিযোগে ইউপি সচিবকে অবরুদ্ধ করে স্থানীয়রা। দুর্নীতিবাজ সচিব হমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম মঙ্গলবার টাকা ফেরত এবং অভিযুক্ত সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে এলাকাবাসীর কাছে অবরুদ্ধ সচিবকে উদ্ধার করেন।

সোমবার বিকালে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদে এঘটনা ঘটে। 

জানা গেছে, জেলার মাধবখালী ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডির তালিকা প্রনয়ণকালে একদফা টাকা আদায় করেন। পরে চাল নেওয়ার সময়ও সুবিধাভোগীদের কাছ থেকে পরিবহণের টাকা আদায় করার অভিযোগ ওঠে। সুবিধাভোগী প্রত্যেকের কাছ থেকে চাল পরিবহণের অজুহাতে পাঁচ শত করে টাকা আদায়ের অভিযোগে মাধবখালী ইউনিয়ন পরিষদের সচিব হমায়ুন কবিরকে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।

এসময় ইউনিয়ন পরিষদের বাইরে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে না আসা পর্যন্ত এলাকার মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান ইউনিয়নের প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম।

অভিযুক্ত ইউপি সচিব হুমায়ুন কবির বলেন, আমি নিজে টাকা আদায় করিনি। প্রশাসক ও ইউপি সদস্য চৌকিদার দফাদার সবাই মিলে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে—প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে টাকা আদায় করা হবে। সে অনুযায়ী  টাকা আদায় করা হয়েছে। এখানে আমার একক কোনো বিষয় নয়।

মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আমিনুল ইসলামকে বারবার ফোন দেওয়া হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ডিসি স্যারের সঙ্গে আমার ৩ বার কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সচিব এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সকলকে টাকা ফেরত দেওয়ার জন্য প্রশাসকে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন যুগান্তরকে বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

ভিজিএফ সেনাবাহিনী পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম