Logo
Logo
×

সারাদেশ

প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:১০ পিএম

প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের চাঞ্চল্যকর স্কুলশিক্ষার্থী মুক্তি রানী বর্মণ (১৬) হত্যা মামলায় বখাটে কাওছার মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা করা হয় বলে জানা গেছে।

নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

মামলা ও রায়ের বিবরণে বলা হয়, প্রেমনগর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে মুক্তি রানী বর্মণ প্রেমনগর-ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ত। একই গ্রামের শামছু উদ্দীন ওরফে শামছুর বখাটে ছেলে কাওছার মিয়া (২০) তাকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করত। মুক্তির কাছ থেকে বিষয়টি জানার পর তার অভিভাবকরা বিষয়টি কাওছারের বাবা-মাকে জানান। এতে কাওছার আরও ক্ষিপ্ত হয়।

২০২৩ সালের ২ মে দুপুরে মুক্তি রানী বর্মণ তার অন্যান্য সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে ফিরছিল। স্থানীয় ঈদগাহ মাঠের কাঁচা রাস্তায় পৌঁছামাত্রই আগে থেকে ওতপেতে থাকা বখাটে কাওছার তাকে তার সহপাঠীদের সামনেই ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। কয়েক সহপাঠীসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরদিন নিখিল চন্দ্র বর্মণ মামলা দায়ের করেন।

বখাটে কাওছারের হামলায় মেধাবী মুক্তি রানী বর্মণের মৃত্যুর ঘটনাটি ওই সময় গোটা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। কাওছারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনা জেলা সদর ও বারহাট্টা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই স্থানীয় একটি জঙ্গল থেকে কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরপর একই বছরের ৭ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই আবু সায়েম আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঘটনার মাত্র দুই বছরের মাথায় চাঞ্চল্যকর এ হত্যা মামলাটির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুক্তির বড়বোন নিপা রানী বর্মণ। ওই ঘটনার পর তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নিপাকে নিজ কার্যালয়ের নেজারত শাখায় ‘আউটসোর্সিং' স্টাফ হিসেবে চাকরি দিয়েছিলেন।

এদিকে বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক বলেন, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলাম। আদালত সেরকম রায়ই দিয়েছেন। প্রতিটি চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনায় এভাবে দ্রুত রায় ঘোষিত হলে অপরাধ প্রবণতা কমবে। রাস্তাঘাটে স্কুলছাত্রীসহ নারীদের নিরাপত্তাও নিশ্চিত হবে।

জানা গেছে, মেধাবী শিক্ষার্থী মুক্তি রানী বর্মণ লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশ নারী প্রগতি সংঘের ইয়ুথ গ্রুপ এবং উদীচীর উপজেলা শাখার সদস্য হিসেবে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিল।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম