ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২:১৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রলি উল্টে এর নিচে চাপা পড়ে ট্রলিচালক লিমন শেখ (৩৫) নিহত হয়েছেন। বুধবার সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন শেখ উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। যানটি মনোহার মার্কেট সংলগ্ন মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন লিমন শেখ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
