Logo
Logo
×

সারাদেশ

বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Icon

সুনামগঞ্জ ও দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আমির হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত আমির হোসেন (১৫) উপজেলার বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে। সে লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আমির হোসেন হাওড়ে কৃষিকাজে ব্যস্ত পিতার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বুধবার বিকালে যুগান্তরকে  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে বজ্রপাতে আমির হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম