Logo
Logo
×

সারাদেশ

সিলেটে শ্রমিক নেতাকে কুপিয়ে খুন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৪৭ পিএম

সিলেটে শ্রমিক নেতাকে কুপিয়ে খুন

সিলেটের কানাইঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শিহাব উদ্দিনকে (৪৫) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালপার গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স মিলের পাশে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম