Logo
Logo
×

সারাদেশ

এক লাখ ইয়াবাসহ আটক যুবদল নেতা বহিষ্কার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:০৫ পিএম

এক লাখ ইয়াবাসহ আটক যুবদল নেতা বহিষ্কার

আটক যুবদল নেতা মো. আকরাম ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবাসহ আটকের পরপরই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর শাখা যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. আকরামকে (২৯) বহিষ্কার করেছে দল।

বুধবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করতে গেলে থামানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় আরোহী পালানোর চেষ্টা করলে তাকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে বায়ুরোধী প্যাকেটে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম স্বীকার করেছে, সে টাকার বিনিময়ে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহণ করছিল। তাকে আটক করে ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে ইয়াবাসহ আটকের ঘটনায় মো. আকরামকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার টেকনাফ উপজেলা যুবদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আকরামকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের প্রস্তাব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম ও সদস্য সচিব জুয়ায়েদ আলী চৌধুরী। অনুমোদন দেন উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মুকুল হোছাইন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম