|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে বিএসএফ।
বুধবার সকালেও বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ড্রোন উড়তে দেখেছে সীমান্ত এলাকার মানুষ। এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সাবেক এমপি রুহুল আমিন বলেন, ২০০১ সালের এপ্রিল মাসে বিএসএফ এই বড়াইবাড়ী এলাকায় আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছিল। সে কারণে এখানকার মানুষ অজানা আতঙ্কে রাত কাটাচ্ছে। মঙ্গলবার ভোরে পুশইন করার পাশাপাশি ড্রোন উড়িয়ে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। শুধু রাতের অন্ধকারে নয়, বুধবার সকালেও আমাদের অভ্যন্তরে ভারতীয় ড্রোন আসে। এটা আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা বিওপি সীমান্ত এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখেন। এর আগে রাত সাড়ে ৮টায় ওই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল। পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে চলে যায়।
