সাংবাদিকদের ওপর হামলায় ৫৪ জনের নামে মামলা, গ্রেফতার ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের নালিতাবাড়ীতে সোমবার (২৬ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৫৪ জনের নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে হামলায় আহত এখন টিভি ও বাসসের প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলম শাহিনসহ ১৪ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ২ আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হচ্ছেন- নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন ও কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী। বুধবার (২৮ মে) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ ঘটনার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে আবুবক্কর সিদ্দিক বলেন, সরকার ও পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। যার পরিপ্রেক্ষিতে আমরা সরেজমিন পরিদর্শন করতে এসেছি। এ বিষয়ে যা যা আইনগত পদক্ষেপ রয়েছে, তাই গ্রহণ করা হচ্ছে।
শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ জানান, সোমবার নালিতাবাড়ীর গারো পাহাড়ে দাওধারা প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরিদর্শনকালে সাংবাদিকরা তার কাছে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন, বন দখল ও হাতির অভয়াশ্রম নিয়ে প্রশ্ন করেন।
পরে উপদেষ্টা চলে যাওয়ার সময় তার গাড়ি আটকে কিছুক্ষণ বিক্ষোভ করেন। তার গাড়িবহর চলে যাওয়ার পরপরই স্থানীয় কতিপয় বিক্ষুব্ধ ব্যক্তি উপস্থিত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন। এ ঘটনায় ছয়জন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, গ্রেফতার দুজনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
