Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে সাবেক এমপি আমানুরের সহযোগী গ্রেফতার

Icon

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:০৪ পিএম

টাঙ্গাইলে সাবেক এমপি আমানুরের সহযোগী গ্রেফতার

গ্রেফতার শহিদ, ছবি: যুগান্তর

টাঙ্গাইলের ঘাটাইলে পতিত সরকারের সাবেক এমপি আমানুর রহমান খান রানার ঘনিষ্ঠ সহযোগী ও শহিদ বাহিনীর প্রধান শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে উপজেলার কোচখিরা, মানাজি, সাতকোয়া, মালেংগা, চৌরাসা ও হরিনাচালাসহ কয়েকটি গ্রামের লোকজন মূর্তিমান আতঙ্ক হিসেবে চেনে। 

বৃহস্পতিবার সকালে কোচখিরা এলাকা থেকে ঘাটাইল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

জানা গেছে, বর্তমানে তিনি দিগড় ইউনিয়ন বিএনপির নেতা শাহীনের ছত্রছায়ায় আরও দুর্ধর্ষ হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। তিনি মানাজি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

কোচখিরা গ্রামের ঠান্ডু (৫৫) নামে এক ব্যক্তি জানান, শহিদ বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। তার কারণে রাত হলেই আমাদের পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। কেউ ঘর থেকে বের হতে সাহস পায় না। চলতি মাসের ৮ তারিখ রাতে আমার বাড়ি এসে ৮ লাখ টাকা দাবি করে। অস্বীকৃতি জানালে, আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। যাওয়ার সময় আমার বেশ কিছু পেঁপে গাছ কেটে ফেলে। এ নিয়ে আমি ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

তার মতো অনেক ভুক্তভোগী নারী-পুরুষ রয়েছেন যারা শহিদ বাহিনীর ভয়ে মুখ খুলতে সাহস পান না। 

জানতে চাইলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ের ভেতরে এক কলাবাগান থেকে শহিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি নন-জিআর ও দুটি জিআর মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম