Logo
Logo
×

সারাদেশ

নেতা গ্রেফতারের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের জুয়েলারি বন্ধ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:১০ পিএম

নেতা গ্রেফতারের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের জুয়েলারি বন্ধ

সিলেটের সর্বস্তরের জুয়েলারি দোকান বৃহস্পতিবার দুপুরের পর থেকে বন্ধ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে দোকান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাজুস সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম সওদাগর।

সকালে সিলেটের হক সুপার মার্কেট, নেহার মার্কেটসহ বিভিন্ন জুয়েলারি মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলেন। তবে দুপুরে সিলেট নগরীর রংমহল টাওয়ারে বাজুস সিলেট জেলা শাখার বৈঠকের পর বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ১টা থেকে সিলেটের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।

বাজুস সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম সওদাগর বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১টা থেকে সিলেটের সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে। রিপনুল হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত জুয়েলারি দোকান বন্ধ থাকবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম