Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে সীমান্ত পথে আসা দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:২৬ পিএম

সুনামগঞ্জে সীমান্ত পথে আসা দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটেলিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজের নিচ হতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ ৩৪ হাজার ৯৩০ কেজি ভারতীয় ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুড়ো দুধ আটক করা হয়েছে; যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১৫০ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম