আটক গাড়ির কাগজ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবার পলাতক জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত গাড়ি জব্দ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়িটি রাখা ছিল। রাত ৮টার পর গাড়িটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য নেতাদের মতো বগুড়ার জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে চালক তার (রনি) কালো রঙয়ের এক্স নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-০৪৭৭) নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাড়িটি চিনতে পেরে জব্দ করেন। এরপর চালকসহ গাড়িটি সদর থানায় নিয়ে আসেন।
পুলিশ গাড়িতে থাকা কাগজপত্র যাচাই করে নিশ্চিত হন এটি আওয়ামী লীগ নেতা রনির।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানান, আওয়ামী লীগ নেতা রনির বিরুদ্ধে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেশ কয়েকটি হত্যা ও নাশকতার মামলা হয়েছে। গাড়ি জব্দ করা ছাত্র-জনতা দাবি করেছেন, আওয়ামী লীগ নেতা রনি আন্দোলনের সময় ওই গাড়ি ব্যবহার করে অপকর্ম করেছেন। বর্তমানে গাড়িটি সদর থানা হেফাজতে আছে। এটি মামলার আলামত হিসেবে জব্দ তালিকায় দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে। এ গাড়ির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।
