স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০২:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বামীর বিরুদ্ধে তারই স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন ওই স্বামী। এরপর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।
বৃহস্পতিবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার
বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কবিতা আক্তার (২৫) গোড়াইয়ের একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে
কাজ করতেন। তার গ্রামের বাড়ি নীলফামারি। আর অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৪০), পেশায়
মেকানিক। সুজনের বাড়িও নীলফামারিতে।
স্থানীয়রা জানান, সুজন ও তার স্ত্রী কবিতা দুই সন্তান নিয়ে সোহাগপাড়া
এলাকায় মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর
মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুজন উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী
কবিতাকে জবাই করে পালিয়ে যান। আশপাশের বাসার লোক ঘটনা টের পেয়ে মির্জাপুর থানা পুলিশকে
খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের
কাছে হস্তান্তর করা হবে। নিহতের স্বামী সুজনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
