Logo
Logo
×

সারাদেশ

হরিণের মাংসসহ শিকারি আটক

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৫২ পিএম

হরিণের মাংসসহ শিকারি আটক

প্রতীকী ছবি

সুন্দরবন খুলনা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংসসহ আবুল বাশার (৩৫) নামের একজনকে আটক করেছে। শুক্রবার সকাল ৮টার দিকে তার বাড়ি থেকে হরিণের মাংসসহ তাকে আটক করা হয়। 

আটক আবুল বাশার দক্ষিণ কালবগী গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, শিবসা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ও আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। আটক হরিণ শিকারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম