ময়মনসিংহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৮:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি, দক্ষিণ জেলা যুবদল, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর নতুনবাজার বিএনপি দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করে।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে গরিব, অসহায়, এতিমদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর ওলামা দলের আহ্বায়ক মীর শাখাওয়াত হোসেন মোমেন, সদস্য সচিব হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সহসভাপতি কাজী আফতাব উদ্দিন সাজ্জাদ, জামিলুর রহমান জামিল, শাহেদ আলী মানিক, সাধারণ সম্পাদক শরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক হায়দার চৌধুরী রাহাত, শ্রম বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রোমান, জেলা শ্রমিকদলের সভাপতি আবু মোহাম্মদ সাঈদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ সরকার শাকিল, কোতয়ালি থানা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।
এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
