Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়ি সীমান্তে ফের ১৪ জনকে পুশইন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:০৫ পিএম

খাগড়াছড়ি সীমান্তে ফের ১৪ জনকে পুশইন

পুশইন করা লোকজন, ছবি: যুগান্তর

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

শুক্রবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পুশইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। 

তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশইন করা হয়। ভোররাতে তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বিএসএফ তাদের জোরপূর্বক পুশইন করেছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা, পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯০ জনকে পুশইন করে বিএসএফ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম