Logo
Logo
×

সারাদেশ

স্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৫৭ এএম

স্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু চরাতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুই বোন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত শুক্রবার (৩০মে) বিকালে উপজেলা গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৩১মে) সকালে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়ার মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া (৮)। কিছুদিন হল নিহতদের বাবা মিনার আলী প্রবাসী হয়েছেন। চার সন্তানের মধ্যে ওরা দুইজন বড়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মত শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু চরাতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দুই বোন খেলাধুলা করতে থাকে। পরে বিকাল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পাড় হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এর পর অনেক খোঁজাখুঁজির করে শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ারসার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের লাশ পাই আমরা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শোনামাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম