Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:২০ এএম

নগরকান্দায় বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ছোট বোনকে ইভটিজিং করার বিচার চেয়ে থানায় অভিযোগ করায় বৈষম্যবিরোধী এক নেত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ও তার বাবা মোঃ সাবু শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বৈশাখী ইসলাম বর্ষার একটি ফেসবুক লাইভ এরইমধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা ৭টা থেকে তিন ঘণ্টা ধরে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। বর্ষা ভবুকদিয়া গ্রামের সাবু শেখের মেয়ে। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী।

এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ করায়, হামলায় জড়িতদের পুলিশ আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করা হয়। এ নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে সেখানে।

শিক্ষার্থীদের দাবি, বিকেলে উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নারীনেত্রী বর্ষাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর তিনি ফেসবুকে লাইভে এসে স্থানীয় বিএনপির লোকজনের দ্বারা হামলার বিষয়ে অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীরা ওই এলাকায় গিয়ে জড়ো হয়ে সড়কে নেমে আসেন এবং ঘটনার বিচার দাবি করেন। শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয়রা জানান, অবরোধ চলাকালীন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে রাত ১০টার দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

বর্ষার পরিবারের অভিযোগ, বর্ষার ছোট বোনকে প্রতিবেশী মোঃ জালাল বেপারীর ছেলে বখাটে মোঃ শরীফ বেপারী (২১) দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। তাকে বিরক্ত ও ইভটিজিং করায় নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার পথে বর্ষার চুল ধরে টেনে মারধর করা হয়। তার বাবাকেও মারধর করা হয় বলে দাবি বর্ষার। এসময় বর্ষা ফেসবুক লাইভে এসে তার হামলার কথা জানান ও সেখান থেকে প্রশাসন তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, বর্ষার ছোট বোনকে বিরক্ত ও ইভটিজিং করায় নগরকান্দা থানায় একটি জিডি করেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। আমরা আগামীকাল এর সঙ্গে জড়িতদের নাম-পরিচয়সহ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম