বোয়ালমারীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী ২ ভাই নিহত
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:২৫ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাই
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের
বক্কার শেখের ছেলে রবিউল শেখ (২১) ও একই গ্রামের ইসলাম শেখের ছেলে সবুজ শেখ (২০)। নিহত
দুজন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। এর মধ্যে
রবিউল ঘটনাস্থলে ও সবুজ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি নিহত দুজনের বন্ধু বলে জানা
গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তিনজন বোয়ালমারীর
দিকে যাচ্ছিলেন। তারা কাদিরদি কলেজের সামনে পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা
একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এ সময় পেছন থেকে
আসা বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখ মারা যান। আহত হন আরও
দুই মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে
সবুজের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে আনা হয়। এ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবুজ।
কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন বলেন, ‘আহত যুবক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
রয়েছেন।’
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
