Logo
Logo
×

সারাদেশ

ভিজিডির চালসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:২৭ পিএম

ভিজিডির চালসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার

চর অষ্টধর ইউনিয়নের বহিষ্কৃত বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান। ছবি : যুগান্তর

শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) চালসহ গ্রেফতার হওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে শুক্রবার রাতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শাহজাহান নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

উপজেলা বিএনপি সভাপতি খোরশেদুর রহমান ও সদস্য সচিব মো. মাহমুদুল হক দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলার সিদ্ধান্ত মোতাবেক ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজানকে দলীয় ভাবমূতি ক্ষুন্ন করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার ভিজিডির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে  শাহজাহানকে আটক করে যৌথবাহিনী। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় থেকে সাতজনের নামে মামলা করা হয়। পরে সেই মামলায় শাহাজানকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম