Logo
Logo
×

সারাদেশ

৮২ কেজি গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:৩৬ পিএম

৮২ কেজি গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক

গাঁজাসহ আটক হওয়া ছাত্রদল নেতা রাসেল। ছবি : যুগান্তর

৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।  বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রুপ মিয়ার ছেলে রাসেল মাহমুদ, একই ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, একই উপজেলার সদর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন ও মাধবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

রাসেল শশীদল ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। র‌্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি।

র‌্যাব জানায়, গাঁজার চালান আসছে এমন খবরে শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপটি থেকে ৮২ কেজি গাঁজাসহ রাসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, ‘মাদকসহ আটকের বিষয়টি সঠিক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম