Logo
Logo
×

সারাদেশ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৬:০৫ পিএম

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত দীপক দেবনাথ (২১) চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দীলিপ দেবনাথের ছেলে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পিপুলিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মোমিন খান জানান, শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর উপজেলা থেকে বলড়াগামী এবং বলড়া থেকে হরিরামপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দীপক দেবনাথসহ তিনজন আহত হন। 

আহত অন্য দুজন হলেন- বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪), দেলোয়ারের ছেলে সিয়াম (১৯)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। জরুরি বিভাগের চিকিৎসক দীপকের অবস্থা অবনতি ঘটলে তাকে হরিরামপুর হাসপাতাল থেকে ঢাকার বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসক দীপককে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম