নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো ডলফিন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৬:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ায় নিঝুমদ্বীপে সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জোয়ারের উচ্চতা ছিল অস্বাভাবিক। রোববার সকালে জোয়ারের স্রোতে মেঘনা নদী হয়ে নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব উপকূলে ভেসে আসে একটি ডলফিনের জোড়া। জোয়ারের পানি নামলেও ডলফিনগুলো উপকূলেই আটকা পড়ে।
স্থানীয় জেলেরা মাছ ধরার সময় ডলফিন দুটি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করতে শুরু করে। অনেকেই সেই মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ডলফিনদের সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠেন জেলেরা এবং দৃশ্যত ডলফিনগুলোও আনন্দের সঙ্গেই সাড়া দেয়।
বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে এই ডলফিন দুটি আসে। ভাটার সময় পানি কমে যাওয়ায় ওরা আটকা পড়ে যায়। পরে জোয়ার এলে আবার সাগরে ফিরে যায়।
এদিকে গত তিন দিনের টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল বারবার জোয়ারে প্লাবিত হয়েছে। ভেঙে গেছে অনেক কাঁচা রাস্তা, বসতঘর এবং বেড়িবাঁধ। এখনও বহু পরিবারে রান্নাবান্না বন্ধ রয়েছে। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন অনেক বাসিন্দা।
ডলফিনের এ ঘটনাটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্যের এক চিত্র ফুটিয়ে তোলে, অন্যদিকে তা পর্যটনপ্রেমীদের আগ্রহও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে পরিবেশবিদদের মতে, ডলফিন আটকে পড়ার এমন ঘটনা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সামুদ্রিক পরিবেশের পরিবর্তনের দিকেই ইঙ্গিত দেয়।
