হাতিয়ায় ট্রলারডুবিতে আরও এক নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটের করিম বাজার এলাকায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় হাসিনা খাতুন (২৫) নামের এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের নায়েক সাইফুল ইসলাম ও রোহিঙ্গা শিশু তামিম (৩) এখনো নিখোঁজ রয়েছেন।
রোববার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীসংলগ্ন বিবিরহাট এলাকা থেকে ওই রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হাসিনা খাতুন ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ৬১নং ক্লাস্টারের আবুল হাসানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন।
প্রসঙ্গত, শনিবার বিকালে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে আসার পথে মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন জীবিত ও নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শিশুসহ দুইজন।
