Logo
Logo
×

সারাদেশ

‘শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা’

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:২৩ পিএম

‘শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা’

ছাত্র-জনতার আন্দোলন ছিল সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য; কিন্তু এই আন্দোলনের সুফল যারা ভোগ করছেন, তারাই নির্বাচনের বিরোধিতা করছেন। নানাভাবে গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা ও কীর্তি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রোববার গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, বিএনপি নেতা মোখলেছুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ ও খাইরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল, বিএনপি নেতা কামরুজ্জামান শামীম, রোকনুজ্জামান উজ্জ্বল, মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনীতিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম