Logo
Logo
×

সারাদেশ

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:০০ পিএম

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা

গত দুই দিনের কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর কয়েকটি এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবে যায়।

এছাড়া বাড়ি-ঘর ও ব্যবসা-প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় আরও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নির্মল চন্দ্র মজুমদার জানান, এই নিম্নচাপের অবস্থান বর্তমানে ভারতের উড়িষ্যার দিকে আছে। এটি বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা আপাতত নেই। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে বাতাসের গতিবেগ ছিল ৪ থেকে ৬ নটিক্যাল মাইল। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ময়মনসিংহ আবহাওয়া অফিস থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমে আসবে।

রোববার সকালের তিন ঘণ্টার টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর প্রধান সড়কগুলোসহ নিচু এলাকাগুলো পানিতে জমে যায়। নগরীর বাঘমারা, বলাশপুর, পালপাড়া, মাদ্রাসা কোয়ার্টার, চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড সানকিপাড়া, গোলকিবাড়ী, নতুনবাজার, গাঙ্গিনারপাড়, খাগডহর এবং রেললাইন বস্তি এলাকার কোনো কোনো জায়গায় হাঁটুপানি জমে যায়। অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেককে হাঁটু পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়লে বিপাকে পড়েন মানুষজন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকে এ জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দেখছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন পরিষ্কার না রাখার কারণে সামান্য বৃষ্টিতেই নগরী পানিতে ডুবে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া জানান, নগরীতে অনেক ড্রেনের পরিচ্ছন্নতার কাজ চলছে। আবার নতুন করে ১২০ কিলোমিটার ড্রেন নির্মাণ হচ্ছে। এগুলো শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে।

তিনি বলেন, এ বছর কিছুটা জলাবদ্ধতা সমস্যা থাকলেও সামনের বছর উপকৃত হবেন নগরবাসী। নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম