দেশের প্রথম মনোরেল হবে চট্টগ্রামে, চসিকের চুক্তি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীতে গণপরিবহণ হিসেবে মনোরেল চালু করতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে এ প্রকল্প চালুর জন্য জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চসিক।
রোববার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়েছে। সমঝোতা স্মারক সাক্ষরের পর এখন ওরাসকম কোম্পানি এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ নগরীতে ফিজিবিলিটি স্টাডি শুরু করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমার একের পর এক চেষ্টার মধ্যে ছিল- এই শহর কিভাবে সুন্দর ও পরিকল্পিত করা যায়। কিভাবে ট্রাফিক জ্যাম কমানো যায়। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয়, স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু, নতুন বাস টার্মিনাল নির্মাণসহ অনেক উদ্যোগ নিয়েছি। তবে মনোরেল এ সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান হবে।
তিনি আরও বলেন, এ বিনিয়োগের জন্য চসিকের কোনো আর্থিক দায় থাকবে না। কেবল আমরা প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেব। এই মনোরেল শুধু যানজট নিরসনে নয়, বরং চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব, পর্যটন ও ব্যবসাবান্ধব নগরে রূপান্তরের দিকেও এগিয়ে নেবে। এটি দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযোগের একটি আধুনিক সেতুবন্ধন তৈরি করবে।
জানা গেছে, প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার। এতে বিনিয়োগ ধরা হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে মনোরেল চালুর জন্য তিনটি রুট নির্ধারণ করা হয়েছে।
এগুলো হলো- নগরীর কালুরঘাট থেকে বহদ্দারহাট, চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিটি গেট থেকে একে খান, নিমতলী, সদরঘাট ও ফিরিঙ্গিবাজার হয়ে শাহ আমানত সেতুর শহীদ বশরুজ্জামান চত্বর এবং অক্সিজেন মোড় থেকে মুরাদপুর, পাঁচলাইশ, আন্দরকিল্লা ও কোতোয়ালি হয়ে ফিরিঙ্গিবাজার পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের সদস্যসচিব নাজির শাহীন প্রমুখ।
