নবীগঞ্জে ম্যাজিস্ট্রেটের ওপর হামলায় ৩৪ জনের নামে মামলা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে পশুরহাট বসানো এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগে ৩৪ জনের নামে মামলা হয়েছে। রোববার পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় জনতার বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের গোলাপকে প্রধান আসামি করা হয়। জানা গেছে, গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার পশুরহাটটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এবং এটি কোনো অনুমোদিত হাট নয়। দীর্ঘদিন ধরে একটি অবৈধ বাজার কমিটি এ হাটটি পরিচালনা করে আসছে। জেলা প্রশাসনের একাধিক নিষেধাজ্ঞা ও সতর্কতা সত্ত্বেও জনতার বাজার কমিটি হাট বসানোর ঘোষণা দিয়ে মাইকিং করে।
৩১ মে জেলা প্রশাসনের নির্দেশে ইউএনওসহ পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পশুরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় হাট কমিটির সদস্য ও অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও একজন ম্যাজিস্ট্রেটকে মারধর করে।
ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, অভিযুক্তদের ধরতে আমরা তৎপর রয়েছি।
