Logo
Logo
×

সারাদেশ

বাবা ও ভাইদের মারধরে প্রাণ গেল যুবকের

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৪৩ পিএম

বাবা ও ভাইদের মারধরে প্রাণ গেল যুবকের

স্বামীর মৃত্যুতে কান্না করছে স্ত্রী। ছবি : যুগান্তর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাবা ও ভাইদের মারধরে আজিম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, পারিবারিক কলহের জেরে আজিমকে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়।

সোমবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আজিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আজিম দক্ষিণ ঘারমোরা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় আজিমের মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

আনোয়ারা বেগম বলেন, ‘সোমবার সকালে আমাদের মারতে আসেন আজিম। আমি ছেলেকে বাধা দেই। কিন্তু সে বাধা মানে নাই। অন্য ছেলেদের সঙ্গে আমিও তাকে মারধর করি।’

মৃতের স্ত্রী দিবা বেগম জানান, আজিমের বাবা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ। তার আয়ের উৎস না থাকায় বাবার চিকিৎসার জন্য কোনো অর্থ দিতে পারেনি। এ নিয়ে রোববার সকালে বাবা ও ভাইদের সঙ্গে আজিমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা মোহাম্মদ আলী, ভাই দিদার ও আনোয়ার হোসেন আজিমের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়।

দিবা বেগম বলেন, ‘স্বামীকে বাঁচাতে গিয়ে আমিও তাদের মারধরের শিকার হয়েছি। আমি স্বামী হত্যার বিচার চাই।’

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘আজিম মাদকাসক্ত ছিলেন। প্রায়শ বাবা-মাকে মারধর করতো বলে এলাকাবাসী জানিয়েছেন। এ নিয়ে রোববার তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে আজিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম