Logo
Logo
×

সারাদেশ

প্রেমের বিয়ের ৮ মাসের মাথায় যুবকের আত্মহত্যা

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম

প্রেমের বিয়ের ৮ মাসের মাথায় যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে প্রেম করে বিয়ের ৮ মাসের মাথায় এক যুবক বিষাক্ত কেমিক্যাল জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া দর্জিবাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত ফাহিম দর্জি (২৩) জাঙ্গালিয়ার আমজাদ হোসেন দর্জির ছেলে।

 

সোমবার দুপুরে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নিহতের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট সেবন করতেন এবং বিভিন্ন সময় তার চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের বায়না ধরতেন। তার চাহিদা মাফিক বায়না পূরণ করতে দেরি হলে তিনি তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

 

৮ মাস আগে ফাহিম দর্জি একই গ্রামের মোল্লাবাড়ি এলাকায় মোতালেব মোল্লার মেয়ে মনিকে প্রেম করে বিয়ে করে। তাদের সংসার ভালোই চলছিল। বিয়ের কিছুদিন পর হঠাৎ করে সে আবার নেশায় জড়িয়ে পড়ে। রোববার সকালেও সে বিভিন্ন জিনিস নিয়ে বায়না ধরে। পরে পরিবারের লোকজনদের সঙ্গে অভিমান করে।

 

রোববার সকালে কিছু বুঝে ওঠার আগেই তিনি কখন বিষাক্ত জাতীয় কেমিক্যাল টেবলেট খেয়েছেন তা আমরা জানি না। হঠাৎ করে তিনি বলছে-আমি ট্যাবলেট খেয়েছি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। পরে তাকে আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

 

পরে তার অবস্থা বেগতিক হলে সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে গাজীপুর থেকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে ঢাকার উত্তরা এলাকায় পৌঁছলে গাড়িতেই তিনি মারা যান।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহতের পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম