৩৫ মণের ‘বান্টি’ কিনলে ছাগল ফ্রি
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
৩৫ মণ ওজনের বান্টি। ছয় ফুট উচ্চতা ও ১১ ফুট প্রস্থের ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটির দাম চাওয়া হচ্ছে ৯ লাখ ৫০ হাজার টাকা। আর গরুটি কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে ৩৫ কেজির ছাগল। এমন ঘোষণা দিয়েছেন গরুটির মালিক আব্দুল মতিন। তার দাবি, গরুটির বিক্রির টাকায় পবিত্র হজে যাবেন তিনি।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া নতুন পাড়া এলাকার বাসিন্দা আব্দুল
মতিন। পেশায় কসমেটিকস ও ফুল ব্যবসায়ী এ ব্যক্তি প্রায় তিন বছর ধরে লালন-পালন করছেন
গরুটি। পরিবারের সদস্যদের মতোই মায়া-মমতায় গরুটি লালন-পালন করছেন তিনি। গরুটি শান্ত
স্বভাবের হওয়ায় শখ করে নাম রেখেছেন বান্টি।
জানা যায়, ৩৫ মণ ওজনের বান্টি নামের ষাঁড়টি উপজেলার সবচেয়ে বড় গরু।
বিশাল দেহের হলেও তাকে সামলাতে কোনরকম কষ্ট পোহাতে হয় না। কারণ লালন-পালনকারী ও মালিকের
কথার বাহিরে যায় না এ গরু। বান্টিকে গম, ছোলা, অ্যাংকার, খেসারির ভূষি খাওয়ানো হয়।
পাশাপাশি ভুট্টা, গম ও পায়রা ছাতু, ধান ভাঙানো গুড়া, চিরা, গুড়, কলা, শাকসবজি, দেশীয়
ঘাসসহ নানান প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়।
আব্দুল মতিন বলেন, ‘তিন বছর যাবৎ ফ্রিজিয়ান জাতের গরুটি লালন-পালন করছি।
হজে যাওয়ার কিছু গচ্ছিত টাকা দিয়ে কিনেছিলাম গরুটি। এটি বিক্রি হলেই সে টাকায় আগামী
হজে যাবো। গরুটি খুবই শান্ত ও আমরা যা বলি সেটাই শুনে। বান্টিকে সম্পূর্ণ প্রাকৃতিক
উপায়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য লাগে ৯০০ থেকে এক হাজার টাকার। ঈদুল
আজহা উপলক্ষে গরুটির দাম ৯ লাখ ৫০ হাজার টাকা। উপহার হিসেবে থাকছে ৩৫ কেজি ওজনের একটি
খাসি।’
এদিকে, বৃহৎ আকৃতির ষাঁড় গরুটি দেখতে প্রতিদিনই আব্দুল মতিনের বাড়িতে
ভিড় করছে উৎসুক জনতা। স্থানীয় বাসিন্দা জেলহক মোল্লা বলেন, ‘বান্টি নামের গরুটি খুব
যত্ন করে লালন-পালন করেছেন আব্দুল মতিন। বেলকুচি
উপজেলার ভেতরে এটি সবচেয়ে বড় গরু। এবারের কুরবানির হাটে বান্টি সাড়া ফেলবে।’
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, ‘গরু লালন-পালনের
বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন আব্দুল মতিন। কুরবানির জন্যে উপযুক্ত গরুটি।
বেলকুচি উপজেলার এটি সবচেয়ে বড় গরু যা কুরবানির হাটে সাড়া ফেলবে।’
