Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বহিষ্কৃত যুবদল নেতার সঙ্গে একই মঞ্চে জেলা যুবদলের আহ্বায়ক

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৫১ পিএম

সোনারগাঁয়ে বহিষ্কৃত যুবদল নেতার সঙ্গে একই মঞ্চে জেলা যুবদলের আহ্বায়ক

চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সঙ্গে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে দেখে যুবদলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই মঞ্চে তাদের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় পুরো নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে এ ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার বিকালে উপজেলার পেরাবো এলাকায় ফান ল্যান্ড পার্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে একই মঞ্চে বসে তাদের আলাপ-আলোচনা ও একসঙ্গে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। এর পরপরই তাদের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

জানা যায়, দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফ ভূঁইয়াকে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের আশরাফ ভূঁইয়ার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় যুবদলের দেওয়া সাংগঠনিক এই সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক তাকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখে। এতে একাধিকবার এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো জেলায় টক অফ দ্যা টাউন এ পরিণত হয়।

বহিষ্কার হওয়ার পর থেকেই জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে আঁতাত করে আশরাফ ভূঁইয়া তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। এছাড়াও বহিষ্কৃত এ নেতা আশরাফ ভূঁইয়ার সঙ্গে সোনারগাঁ থানায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রাতে একটি সালিশি বৈঠকে ওসির কক্ষে সাদেকুর রহমান সাদেককে একসঙ্গে দেখা যায়।

সম্প্রতি নারায়গঞ্জের সোনারগাঁয়ে ২১ মে একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় সাদেকুর রহমান সাদেকের বলয়ে কিছু সংখ্যক লোক নিয়ে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়ার সামনে আশরাফ ভূঁইয়া বসলে হৈ চৈ শুরু হয়। পরে আশরাফ ভূঁইয়াকে অনুষ্ঠানস্থল থেকে শাসিয়ে রেজাউল কবির পল বের করে দেন। পরে পরিস্থিতি শান্ত হয়। এ নিয়েও বিভিন্ন নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন।

যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, বহিষ্কৃত নেতা আশরাফ ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ককে ব্যবহার করে জামপুর ইউনিয়নে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। তার অপরাধমূলক কর্মকাণ্ডে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা যুবদলের নেতা জানান, চাঁদাবাজি ও উচ্ছঙ্খল কর্মকাণ্ডের সত্যতা পেয়েই আশরাফ ভূঁইয়াকে কেন্দ্র থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহবায়কের এমন কর্মকাণ্ড সাংগঠনিক বহির্ভূত।

সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আশরাফ ভূঁইয়াকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা রাজনীতি করি। কেউ তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে সভা-সমাবেশ ও অনুষ্ঠান পরিচালনা করলে দায়ভার তাকেই নিতে হবে।

নারায়ণগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, সোনারগাঁয়ে গত ২১ মে একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা শেষে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল তাকে ঢাকায় সমাবেশে নেতাকর্মী নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আশরাফ ভূঁইয়া তার ব্যক্তিগতভাবে পালন করেছেন। এক্ষেত্রে দলীয় কোনো পদ পদবি ব্যবহার না করে অনুষ্ঠান করেছেন। ওই অনুষ্ঠানে আমাকে অতিথি করা হয়েছিল। আমি অনুষ্ঠানে গিয়েছি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম