Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১১:৪২ পিএম

ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ জুন) দুপুরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

তারা হলেন- নেত্রকোনার আটপাড়া উপজেলার দিয়ারা গ্রামের সুমা চন্দ্র দাস (২৫) এবং এক অজ্ঞাতনামা (৪০) পুরুষ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার জানান, দুপুরে তেজগাঁও নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবর পাগলার পুল রেললাইনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্তে জানা যায়, ৬০১ নাম্বার কন্টেইনার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, একই দিনে দুপুরে গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদ্রাসার পাশে রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা চন্দ্র দাস নামে এক নারীর মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্বিখণ্ডিত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার দিয়ারা গ্রামে।

সুমার বাবা যতন চন্দ্র দাস বলেন, আমার মেয়ে মানসিক রোগে ভুগছিল। গতকাল বিকালে সে রেললাইনে বসেছিল। এ সময় একটি ট্রেনের ইঞ্জিন যাওয়ার সময় সে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম