স্কুল ব্যাগে মিলল ৫টি মাথার খুলি ও হাড়
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের চাল বাজারে নির্মাণাধীন সেড ঘর থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে পৌর শহরের চাল বাজারে নির্মাণাধীন
সেড ঘরের দুটি দোকানে কালো পলিথিনে মোড়ানো স্কুল ব্যাগ দেখা যায়। বাজারের লোকজন কালো
ব্যাগটি দেখে সন্দেহ করে। মুহূর্তেই সংবাদটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। সংবাদ
পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ স্কুল ব্যাগ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে
ব্যাগ খুলে পাঁচটি মাথার খুলি ও মানব দেহের বিভিন্ন হাড় পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চাল বাজারের এক ব্যবসায়ীর সিসি ক্যামেরা পর্যবেক্ষণ
করা হয়েছে। দেখা যায়, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার
মধ্যে তিন থেকে চারজন দোকানের সামনে দিয়ে চলাচল করছে। তাদের হাতে কালো ব্যাগ ছিল। ব্যাগগুলো
তারাই সেখানে রেখে যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, ঘটনাটি কংকাল
চোর চক্রের কাজ হতে পারে। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ময়মনহিংস
সদরের পিয়ারপুর সংলগ্ন অষ্ঠধর গ্রামে।
