মৃত্যুর ১০ মাস পর তোলা হলো আ.লীগ নেতার লাশ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:০০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ তোলা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার শোরসাক মজুমদার বাড়ির কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় লাশ তোলেন।
৫ আগস্ট রাতে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের মৃত্যু হয়। পরদিন বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে তাকে দাফন করা হয়।
এদিকে মোস্তফা কামালের মৃত্যুর ৬ মাস পর ৪ ফেব্রুয়ারি তার স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদী ফাতেমা কামাল দাবি করেন, তার স্বামীকে দুষ্কৃতকারীরা সঙ্ঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালিয়ে হত্যা করেছে।
নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার জানান, আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে চাই। এতে নিরপরাধ কাউকেই আমরা হয়রানি করতে চাই না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ তুলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য মর্গে পাঠিয়েছেন।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ তুলে মর্গে পাঠানো হয়েছে।
