গ্রেফতার মফিজুল ইসলাম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের ভাগ্নে ও সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মফিজুল ইসলাম পটলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান। সোমবার রাতে শহরের সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মফিজুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দারুনা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আবদুল মান্নানের আপন ভাগ্নে।
পুলিশ জানায়, পটল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার রাতে গোপনে খবর পেয়ে শহরের সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
