ঈদের বাজার নিয়ে মনোমালিন্য, ফাঁসিতে ঝুলল নবদম্পতি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘরের ধন্নায় (তীরের) ঝুলন্ত অবস্থায় রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫) নামে এক নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তার স্ত্রী জুঁই পোল্লাখাতা গ্রামের বাসিন্দা।
বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, রাসেল-জুঁই দুজনে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। দুজনেই সমবয়সি। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের পর প্রায় তিন মাস আগে পোশাক কারখানার চাকরি ছেড়ে বাড়িতে চলে আসেন। তারপর পারিবারিকভাবে রাসেলের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের। কোনোরকম ঝামেলা ছিল না।
প্রতিবেশীরা বলেন, কয়েক দিন ধরে ঈদের কেনাকাটা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। স্ত্রী জুঁই বেগমের ঈদের আধুনিক পোশাকের চাহিদা ছিল। এ কথা স্বামীকে জানিয়েও কোনো লাভ হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে ছিল চাপা অসন্তোষ।
সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলের ঘরে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে জানান। স্থানীয়রা এসে ডাকাডাকি করে ব্যর্থ হয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর দেখেন, রাসেল গলায় গামছা ও তার স্ত্রী জুঁই নিজের ওড়না গলায় পেচিয়ে ঘরের বাঁশের ধন্নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
