খাগড়াছড়ি আ.লীগের সহ-সভাপতি চট্টগ্রামে গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিউটন মহাজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দীঘিনালা থানা পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের নিউটন মহাজন চট্টগ্রামের পাহাড়তলী থানায় অবস্থান করেছেন- এমন সংবাদ পাওয়ার পর আমরা পাহাড়তলী থানায় অবগত করি। সোমবার সকালে তাকে পাহাড়তলী থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃত নিউটন মহাজন দীঘিনালা থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
