Logo
Logo
×

সারাদেশ

ভাঙাচোরা রাস্তায় তুরাগে দুভোর্গের শেষ নেই

Icon

তুরাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:১৫ পিএম

ভাঙাচোরা রাস্তায় তুরাগে দুভোর্গের শেষ নেই

কর্দমাক্ত রাস্তা। ছবি: যুগান্তর

গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর তুরাগের রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে প্রধান সড়ক থেকে শুরু করে এলাকার অলিগলি কাদাপানিতে পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন এলাকার বাসিন্দারা।

মঙ্গলবার তুরাগের রানাভোলা, বাউনিয়া, বাদালদি, উলুদাহ ও তাফালিয়া এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুরাগের ৫২ ও ৫৩নং ওয়ার্ডের রাস্তাগুলোর সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকার রাস্তাঘাটে চলাচল করাই দায় হয়ে পড়েছে।

ডিএনসিসি ৫২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তুরাগের বাদালদি এলাকার বাসিন্দা মেহেদি হাসান যুগান্তরকে জানান, এলাকার ভিতরের রাস্তার কথা কি বলব বাউনিয়া থেকে উলুদাহ চলাচলের মেইন রোড আজ এক যুগেরও বেশি সময় ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এ রাস্তায় চলতে আমাদের যে কষ্ট হয় এটা কাকে বলব? যারা আগে ক্ষমতায় ছিল তারা এলাকার রাস্তাঘাট ঠিক করতে কোনো ভূমিকাই রাখেননি।

ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডভুক্ত তুরাগের অপর এলাকা রানাভোলার বাসিন্দা ফজলে রাব্বি যুগান্তরকে জানান, ১২ বছর ধরে আমরা কষ্টে আছি। বৃষ্টি হলেই এক হাঁটু পানির নিচে থাকি আমরা রানাভোলা ৩ নম্বর রোডের বাসিন্দারা। আশপাশের রাস্তাগুলোতে সংস্কার কাজ হলেও অজানা কারণে শুধুমাত্র আমাদের এ রোডটি সংস্কার বঞ্চিত রয়ে গেছে। 

রানাভোলা ৩নং রোডের বাসিন্দা মোবারক হোসেন যুগান্তরকে বলেন, বৃষ্টি হওয়া মানেই আমাদের দুর্ভোগ। বৃষ্টির পানি নামাতে প্রতিবারই আমরা লোক ভাড়া করে আনি। এখানে রাস্তা-ড্রেন কিছুই নাই।

সড়কে জলাবদ্ধতার একই সমস্যা ৫২ নম্বর ওয়ার্ডের তাফালিয়া এলাকায়ও। স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, ভাঙা রাস্তা, জলাবদ্ধতা এবং কাদাপানি আমাদের সারা বছরের সমস্যা। তাফালিয়া থেকে বাউনিয়া যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। আমাদের চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে। কাউন্সিলর না থাকায় সমস্যার কথা কাউকে বলতেও পারছি না।

এমন পরিস্থিতিতে দ্রুত ডেনেজ ও সড়ক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুরাগের বাসিন্দাদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম