Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় ঘরে ঢুকে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০১:২৮ পিএম

চকরিয়ায় ঘরে ঢুকে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায় হওয়া এ ঘটনায় এক ভাইয়ের মৃত্যু হয়েছে। আরেক ভাই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আবদুর রশিদ (১৮) ছনুয়াপাড়া এলাকার সাইফুল্লাহর ছেলে। ছুরিকাঘাতে আহত রাশিদের বড় ভাই মো. তমিজ উদ্দিন (২৫) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীদের আরেক ভাই মোহাম্মদ রমিছ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার পর রশিদ ও তমিজ নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় আবুল বশরের ছেলে সায়েমসহ চার থেকে পাঁছজন যুবক তাদের ডাকতে থাকেন। একপর্যায়ে তমিজ দরজা খুলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সায়েম তমিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা রশিদের বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এরপর সায়েমসহ ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে আবদুর রশিদ মারা যায়। পরে তমিজ উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিসকরা। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত সোমবার রাতে মদ খাওয়া নিয়ে সায়েমের সঙ্গে রশিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সায়েমের সঙ্গে থাকা পাঁছ থেকে ছয়জন যুবককে মেরে রশিদ পালিয়ে যান। এ ঘটনার জেরে মঙ্গলবার বিকালে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রশিদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক সায়েমকে গ্রেফতারে জন্য পুলিম কাজ করেছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম