Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:৪০ পিএম

সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন। ছবি: সংগৃহীত

ভুয়া সনদপত্রের মাধ্যমে একটি কলেজে প্রভাষক পদে চাকরি নিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল (৬৮), তার স্ত্রী লায়লা পারভীন (৬২) এবং অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের (৫৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়, আসামিরা পাস্পরিক যোগসাজসে অসৎ উদ্দেশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমে অবৈধভাবে প্রভাষক পদে নিয়োগ দেন। 

দুদক বলছে, ২০১৮ সালের ৮ আগষ্ট ওই কলেজে নিয়োগ থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এক বছর সরকারি বেতন ভাতা বাবদ তিন লাখ ৯৬ হাজার ৪০৬ টাকা আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

২০১৩ সালের অত্র কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় ইসলাম শিক্ষাসহ কয়েকটি বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। করা হয় নিয়োগ কমিটি। সে অনুযায়ী লায়লা পারভীন ওই পদের নিয়োগের জন্য ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আবেদন করেন। এমনকি, ওই নিয়োগের নিয়োগ কমিটিতে ছিলেন লায়লা পারভীন ও তার স্বামী নাজিরপুর বঙ্গমাতা সরকারি কলেজ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি একেএমএ আউয়াল।

২০১৩ সালের ২২ নভেম্বর নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, একই বছরের ২৩ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে লায়লা পারভীন যোগদান করেন। দুদক বলছে, লায়লা পারভীনের শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও স্ত্রীকে প্রভাষক পদে নিয়োগ পাইয়ে দেন সাবেক এমপি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম