Logo
Logo
×

সারাদেশ

ফেনী সীমান্তে দু’মাসে ১৭৩ ভারতীয় গরু আটক

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম

ফেনী সীমান্তে দু’মাসে ১৭৩ ভারতীয় গরু আটক

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই মাসে ১৭৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। যেগুলো বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা।

 বুধবার ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে গত দুই মাসে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়। 

এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ শাড়ি কাপড়।

বুধবার ভোরেও ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত থেকে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করে বিজিবি।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম