|
ফলো করুন |
|
|---|---|
কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার উলুখলা এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহাম্মেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় সদস্য মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
আরও বক্তব্য রাখেন- গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির মাস্টার, বিএনপি নেতা মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খায়রুল আহসান, রফিজুল ইসলাম দর্জি, খালেকুজ্জামান বাবলু, ফরিদ আহাম্মেদ, মনিরুজ্জামান খান লাভলু, হোসেন আরমান মাস্টার, জাহাঙ্গীর কবির, হারুন অর রশিদ দেওয়ান, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন মোমেন প্রমুখ।
