শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার দুপুরে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে শরীয়তপুর সরকারি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন জেলা ছাত্রদলের একাংশ ইসহাক পান্থসহ ৫ জন যুগ্ম আহবায়ক।
এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানান।
খবর পেয়ে শরীয়তপুর জেলা সদর মডেল থানার ওসি হেলাল উদ্দিন পুলিশ ও সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীদের সরিয়ে দেন।
প্রায় ৪০ মিনিট বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখেন। অবরোধকালে শত শত যানবাহন আটকা পড়ে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার বিকালে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে জুতা, ঝাড়ু মিছিল করে। বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি এসএম জাকিরকে আহবায়ক করার প্রতিবাদে মিছিল করতে গেলে মডেল থানার গেটে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ ঘটনায় ৫ জন ছাত্র আহত হয়েছেন। পরে তারা সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় ছাত্রদল ও পুলিশ সূত্র জানায়, শরীয়তপুরে ৩ বছর পর জেলা ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে এইচএম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিব করা হয়।
সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক আফজাল খান বলেন, দুই সন্তানের জনক, একজন আইনজীবী ও বাস মালিক সমিতির সেক্রেটারি আওয়ামী পরিবারের লোক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রাথী; যিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির চেয়ে ১০ বছরের বড়। তাকে আহবায়ক করেছে। এতে ত্যাগী ও মাঠে সক্রিয় নেতাকর্মীরা বাদ পড়েছেন।
এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা অবৈধ কমিটি বাতিল চাই। এ কমিটি মানি না, মানব না। দ্রুত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান তাদের। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বিক্ষোভকারীরা।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের বুঝিয়ে-শুনিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। গতকালও দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
