Logo
Logo
×

সারাদেশ

‘আ.লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না’

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫৯ পিএম

‘আ.লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলা বাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

বুধবার দুপুরে স্থানীয় জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের কথায় যদি কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দুঃখজনক। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদসহ অনেকে বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম