Logo
Logo
×

সারাদেশ

আম গাছে মিলল নারীর ঝুলন্ত লাশ

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১:৩৩ পিএম

আম গাছে মিলল নারীর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে লিচু বাগানে থাকা আম গাছ থেকে জাহানারা খাতুন (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথূলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত জাহানারা ওই গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রোজা ছিলেন জাহানারা। এ দিন বাড়ির পাশে নিজেদের বাগানে গিয়ে কয়েকটি কলা গাছ কাটা অবস্থায় দেখেন তিনি। বিষয়টি নিয়ে প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য মিরাজ উদ্দিন এবং তার পরিবারের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। একপর্যায়ে জাহানারাকে মিরাজ উদ্দিন ও তার পরিবারের লোকজন মারধর করে। এরপর জাহানারা মারধরের বিচার চেয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান। কিন্তু কোথাও বিচার পাননি। এরপর থেকেই তার কোনো খোঁজ ছিল না।

বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে লিচু বাগানের একটি আমগাছে জাহানারার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মৃত ওই নারীর পুত্রবধূ সেতু খাতুন দাবি বলেন, ‘আমার শ্বাশুড়িকে মারধর করেছে মিরাজ ও তার পরিবারের লোকজন। অনেক জায়গায় বিচারের জন্য ঘুরেছেন তিনি। কিন্তু কোথাও বিচার পাননি। এরপর থেকেই তার কোনো খোঁজ ছিল না। আমরা মিরাজ ও তার পরিবারের সদস্যদের বিচার চাই।’

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি আত্মহত্যা প্ররোচণার মামলা হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম